Logo

আন্তর্জাতিক    >>   ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে শি জিনপিংকে আমন্ত্রণ

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে তার জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই আমন্ত্রণটি ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের কিছুদিন পরেই জানানো হয়। তবে শি জিনপিং আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।

ওয়াশিংটনের চীনা দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, শি জিনপিংয়ের সঙ্গে তার সুসম্পর্ক বজায় রয়েছে এবং সম্প্রতি তাদের মধ্যে আলোচনা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট যদি মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন, তবে এটি হবে নজিরবিহীন একটি ঘটনা। কারণ ট্রাম্প তার প্রশাসনে চীনবিরোধী অবস্থানকে সুদৃঢ় করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদগুলোতে চীনবিরোধী ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন। উদাহরণস্বরূপ, তিনি পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটর মার্কো রুবিওকে মনোনীত করেছেন।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় চীনের ওপর শুল্ক আরোপসহ বিভিন্ন কঠোর হুমকি দিয়েছেন। বিশেষত ফেন্টানিল মাদক চোরাচালান বন্ধে পদক্ষেপ না নিলে চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ট্রাম্পের পদক্ষেপকে "বাণিজ্য যুদ্ধের ঝুঁকি" বলে অভিহিত করেছে।